শনিবার, ১২ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গিনিস বুকে স্থান পেয়েছে আসামের "হোমকোষ" অভিধানের ব্রেইল সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের অসমীয়া অভিধান "হেমকোষ" এর ব্রেইল সংস্করণ ৯০,৬৪০ শব্দ নিয়ে পৃথিবীর বৃহত্তম দ্বিভাষিক ব্রেইল অভিধান হওয়ার গৌরব অর্জন করেছে এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। 

গত ২৪ এপ্রিল অভিধানের সাথে সম্পৃক্ত জয়ন্ত বড়ুয়া এবং হেমকোষ প্রকাশনী এ ব্যাপারটি নিশ্চিত করেন। জানা যায়, আগামী ১ মে এ উপাধি প্রদান করা হবে। হেমকোষের এই সংস্করণে প্রায় ১০ হাজার পৃষ্ঠা রয়েছে এবং এটি ১৫ টি খণ্ডে বিভক্ত। অক্সফোর্ডের পর ব্রেইলের প্রথম পূর্ণ অভিধান এটি।

জয়ন্ত বড়ুয়া দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, রাজ্য ও কেন্দ্রীয় গ্রন্থাগার এবং জাতীয় গ্রন্থাগারেও এই অভিধানের অনুলিপি প্রেরণ করেন।

গত বছর নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া হয় বইটি।

"হোমকোষ" প্রয়াত হেমচন্দ্র বড়ুয়া কর্তৃক সম্পাদিত প্রথম অসমীয়া অভিধান। এটি উনবিংশ শতাব্দীতে প্রকাশিত হয়। প্রায় ১২৫ বছর পর, এই অভিধানেরই ব্রেইল সংস্করণ প্রকাশ করেন প্রয়াত হেমচন্দ্র বড়ুয়ার নাতি এবং প্রখ্যাত সাংবাদিক জয়ন্ত বড়ুয়া।

আই. কে. জে/

গিনিস বুকে স্থান পেয়েছে আসামের "হোমকোষ" অভিধানের ব্রেইল সংস্করণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন